পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে এক ইটভাটার ম্যানেজারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কাইয়ূম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, পটুয়াখালী সদরের মো. লোকমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয়দের প্রভাব খাটিয়ে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলেন। গত বছর ওই ইটভাটাকে জরিমানা করে গুড়িয়ে দেওয়া হলেও প্রভাব বিস্তার করে এ বছর পুনরায় আবার চালু করা হয়। পরে বুধবার দুপুরে লাইসেন্স ও কাগজপত্রবিহীন ওই অভিযান চালানো হয়।
এ সময় ইটভাটার মালিককে না পেয়ে ম্যানেজার মো. বাচ্চুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটায় ব্যবহার করা টিনের চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবদুল কাইয়ূম বলেন, জরিমানা করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া পুনরায় চালুর সুযোগ নেই।
বিএসডি/ এলএল