ক্রীড়া ডেস্ক,
যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি সেরেনা উইলিয়াম এবার ফরাসি ওপেন এবং উইম্বলডনে ভক্তদের প্রত্যাশা মেটাতে পারেননি। পরে অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার ইউএস ওপেন থেকেও নাম তুলে নিলেন। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকার। এ কারণেই ইউএস ওপেন খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে সেরেনা লিখেছেন, আমার ডাক্তার এবং মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই আমি ইউএস ওপেন থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে হ্যামস্ট্রিংয়ের চোট আমি দ্রুত সারিয়ে উঠতে পারি। নিউ ইয়র্ক বিশ্বের মধ্যে উত্তেজনায় ভরা একটি শহর। আর খেলার জন্য আমার অন্যতম প্রিয় জায়গা এটি। আমি আমার সমর্থকদের মিস করব। তবে দূরে থেকেই সকলকে আমি সমর্থন করব। এর আগে ইউএস ওপেন থেকে নাম তুলে নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক টিম, রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার। সোমবার (৩০ আগস্ট) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর। – নিউইয়র্কটাইম
বিএসডি/এএ