ক্রীড়া ডেস্কঃ
আগামী ২৫শে সেপ্টেম্বর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত চলবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লীগ (ইপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটিতে খেলবেন তামিম ইকবাল। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছেন তামিম। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই টুর্নামেন্টটির দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রস্তাব লুফে নিয়েছিলেন তামিম। আগামী ২৩শে সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। গণমাধ্যমকে তামিম বলেন, ‘মূলত এই টুর্নামেন্টটি আমার কাছে ছিল বিশ্বকাপ প্রস্তুতি। বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে আগে থেকে সেভাবে ঠিক করে নিয়েছিলাম। ভেবেছিলাম এতদিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের আগে এখানে কিছু ম্যাচ খেলতে পারলে ভালো প্রস্তুতি হবে।’ হাঁটুর চোট সারিয়ে উঠতে এখনও তামিমের পুনর্বাসন চলমান।
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সকে দেয়া কথা রাখতেই খেলতে যাবেন তামিম।
তিনি বলেন, ‘এখন যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমি যাচ্ছি মূলত আমার কমিটমেন্ট রক্ষা করতে। ওদেরকে কথা দিয়েছিলাম, খুব আশা নিয়ে অপেক্ষা করছে তারা। আমাদের মেডিকেল বিভাগের সঙ্গেও কথা বলেছি। আমার পায়ের অবস্থা বোঝার একটা ভালো সুযোগ হবে এই লীগ।’ আগামী ২৬শে সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে পোখারা রাইনোসের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল।
২৭শে সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯শে সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন এবং ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
তামিম ছাড়া টুর্নামেন্টটিতে খেলবেন বেশ কয়েকজন তারকাা ক্রিকেটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, নেপালেলর সন্দ্বীপ লামিচানেরা।
বিএসডি/এএ