ইবি প্রতিনিধি:
গত ২৩শে জানুয়ারি(রবিবার) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইবি ক্লাব মেইল চ্যাপ্টার কর্তৃক “Workshop on Research Articles Preparation Using Quantitative Approach” এবং “Workshop on Writing Skills for Correspondence” শিরোনামে দুটো ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্রদেরকে গবেষণামুখী করার জন্য, গবেষণার নিয়ম কানুন এবং সফটওয়্যার শেখানোর জন্য ১০ দিনব্যাপী আয়োজন করা হয়েছে “Workshop on Research Articles Preparation Using Quantitative Approach” যেখানে অংশগ্রহণ করবেন ষষ্ঠ থেকে মাস্টার্সের ছাত্ররা।
ছাত্রদেরকে লিখার স্কিল এবং কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে “Workshop on Writing Skills for Correspondence”. প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের জন্য এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়েছে এবং যেখানে দশটি সেশন থাকবে।
ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মনির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর প্রো ভাইস চ্যান্সেলর এবং সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মাওলা, ইবি ক্লাবের প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক মো: নিজাম উদ্দিন সহ ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি ক্লাব এর ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি এমদাদ হোসেন। প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইবি ক্লাব মেইল চ্যাপ্টারের সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন। তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের এবং স্নেহাশিস ছাত্রদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
প্রশিক্ষকদের পক্ষ থেকে Accident Research Institute, BUET এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জনাব মোরশেদ বলেন, গবেষণা করতে হলে আগে আমাদের ঐ বিষয় নিয়ে জানা দরকার। আমার দিক থেকে আমি ছাত্রদেরকে গবেষণার প্রাথমিক ধাপগুলো শিখিয়ে দেয়ার চেষ্টা করবো। সবাইকে শুভকামনা জানান এবং ক্লাস করতে সময় ছাত্রদেরকে নিঃসংকোচে প্রশ্ন করতে বলেন। সবাইকে ধন্যবাদ জানান। Islamic Development Bank এর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, রাকিবুল হাসান বলেন, আই আই ইউ সি তে খুব দক্ষ এবং উন্নত রিসার্চ হয়। এতে আমি আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষক মসরুর উদ্দীন আনোয়ার (Poetic English এর CEO এবং British American Language এর বোর্ড চেয়ারম্যান) বলেন, এ ধরনের ওয়ার্কশপ সহজে আয়োজন করা হয় না। রাইটিং ওয়ার্কশপ কমপ্লিট করার পর অংশগ্রহণকারীরা Communication এ ভালো করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আই আই ইউ সি ইবি ক্লাবকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির মান্যবর প্রো ভাইস চ্যান্সেলর এবং সমাজ বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মাওলা ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালোভাবে প্রশিক্ষক যেভাবে চাচ্ছেন, যেভাবে গাইড করবেন , যেভাবে বুঝাবেন তা অনুসরণ করবে। তোমরা যদি এই ওয়ার্কসপগুলো মনোযোগ দিয়ে করো তাহলে ক্যারিয়ারে গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ইবি ক্লাবকে ধন্যবাদ জানান, আগত অতিথিদেরকেও স্বাগত জানান বিশেষ করে কোর্স শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপর অনুষ্ঠানের চেয়ারম্যানের বক্তব্য নিয়ে আসেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মনির আহমেদ। তিনি বলেন, আমি আনন্দিত এরকম প্রোগ্রামের জন্য। এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ইবি ক্লাবকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে আগত অতিথিদের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। উনি উনার বক্তব্যে দুটি ওয়ার্কশপের গুরুত্ব তুলে ধরেন, ছাত্রদেরকে মনোযোগ সহকারে ওয়ার্কশপ গুলো করতে বলেন। ছাত্ররা রাইটিং স্কিল, কমিউনিকেশন স্কিল গুলোতে যে ভুলত্রুটি আছে তা এই ওয়ার্কশপ করার মাধ্যমে কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে যে সকল ছাত্ররা রিসার্চমুখী তাদের জন্য যে রিসার্চ ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে সেটা তাদের জন্য সহায়ক হবে।
রিসার্চ ট্রেনারদের উদ্দেশ্য তিনি বলেন, ছাত্রদের মধ্যে রিসার্চ নিয়ে যে ভয়ভীতি যাতে কেটে যায়, দিনশেষে প্রায় সব ছাত্ররা যাতে ভালো রিসার্চ করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের এই কোর্স এ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানান।সর্বশষে উনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ১০ দিনব্যাপী এই ওয়ার্কশপে ছাত্রদেরকে গবেষণামুখী করার জন্য এবং গবেষণায় সহযোগিতা করার জন্য নিয়ম শেখানো হবে এবং ছাত্রদেরকে রাইটিং স্কিল বাড়ানোর জন্য রাইটিং স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে।
প্রথম থেকে পঞ্চম সেমিস্টারের জন্য রাইটিং স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ বাধ্যতামূলক এবং দশটি ক্লাসের আয়োজন করা হবে। গবেষণায় আগ্রহী ছাত্রদেরকে গবেষণা গবেষণামুখী করার জন্য আরও দশটি ক্লাসের আয়োজন করা হবে।
বিএসডি/ এলএল