বিনোদন ডেস্ক :
অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ খোয়ালেন ডা. মুরাদ হাসান।
এর আগে মঙ্গলবারের ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার পরে মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান ডা. মুরাদ হাসান।
মুরাদ হাসানের পদত্যাগের নির্দেশ দেওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে হালের চিত্রনায়ক ইমনের মোবাইল ফোনকে ধন্যবাদ জানান ওমর সানী।
ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ইমনের ফোনটাকে ধন্যবাদ, ইমনকে নয়, আর মাহি ওই মুহূর্তে কী-ই বা করার থাকে কী-ই বা বলার থাকে বলুন, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আমি একজন শিল্পী।’
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্য ঘিরে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদের ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। একই সঙ্গে দেখা না করলে মাহিকে হুমকিও দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও তিনি আপত্তিকর বক্তব্য দেন মুরাদ। ডা. মুরাদের এসব লাগামহীন বক্তব্য ও অডিও ফাঁস নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসডি/জেজে