আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের লং মার্চের খবর সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন। সূত্র: খবর রয়টার্সের।
এ ঘটনার পর লং মার্চ স্থগিতের ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।
ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, লং মার্চ চলাকালে দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।
লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, এই লং মার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য।
তিনি বলেন, এর একমাত্র লক্ষ্য আমার জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।
কয়েক দিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত তার সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
বিএসডি/এফএ