খেলাধূলা প্রতিনিধি:
২৪ বছর পর পাকিস্তানে ফিরে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিন মাত্র এক উইকেট জুটল অস্ট্রেলিয়ার ভাগ্যে। ইমাম-উল-হকের ভাগ্য সেই তুলনায় অনেক ভালো।
দলে ফিরেই প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন তিনি। আর প্রথমদিন শেষে পাকিস্তান পেল শক্ত ভিত। এক উইকেটে ২৪৫ রানে সিরিজের উদ্বোধনী দিনটা শেষ করেছে তারা। ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম ১৩২ রান নিয়ে আজ দ্বিতীয়দিন শুরু করবেন।
আজহার আলী অপরাজিত ৬৪ রানে। দ্বিতীয় উইকেটে এ দুজন অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটি গড়েন। একমাত্র আউট হওয়া ব্যাটার আবদুল্লাহ শফিকের (৪৪) সঙ্গে উদ্বোধনী জুটিতে ১০৫ রান তোলেন ইমাম। শফিকের একমাত্র উইকেট পান নাথান লায়ন। বাঁ-হাতি ইমাম শুরুটা করেছিলেন ধীরলয়ে, সতর্কতার সঙ্গে। প্রথম ৪১ বলে মাত্র সাত রান তোলেন এই চশমাধারী ব্যাটার। পরের দুই সেশনে আজহারের সহায়তায় দুর্বার হয়ে ওঠেন ইমাম।
প্রায় ২৪ বছর পর পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়া আটজন বোলার ব্যবহার করে মাত্র একটি উইকেট পেয়েছে প্রথমদিন। টেস্ট অধিনায়ক হিসাবে প্যাট কামিন্সের প্রথমদিনটা কঠিন গেল শোয়েব আখতারের শহরে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস ২৪৫/১ (আবদুল্লাহ শফিক ৪৪, ইমাম-উল-হক ১৩২*, আজহার আলী ৬৪*। নাথান লায়ন ১/৮৭)।
বিএসডি/ এমআর