অনলাইন ডেস্ক
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুআদ হোসেইনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর দফতরে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশি দূত।
দূতাবাস সূত্রে জানা যায়, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুআদ রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করার পর তারা বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও ইরাকের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত। উভয়পক্ষ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে গুরত্ব দেন। পররাষ্ট্রমন্ত্রী ফুআদ বাংলাদেশি নতুন দূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর ইরাকের রাষ্ট্রপতি মো. বারহাম সালিহের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। সে সময় রাষ্ট্রদূত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও ইরাকে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিএসডি/এমএম