কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসবাদ ইউনিয়নের আওতাধীন চন্ডীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বড়নাল দাখিল মাদ্রাসার সামনে পর্যন্ত রাস্তার বেহাল দশায় চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। প্রাকৃতিক পালাবদলে বর্ষার পানিতে সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও কাঁদা যুক্ত হয়ে সড়কটির বেহাল দশায় পরিণত হয়েছে। কাঁচা রাস্তা পাঁকা করণের দাবী জানিয়ে বিভিন্ন সময়ে ইউপি কর্তৃপক্ষকে অবহিত করলেও নজরদারি না থাকায় এ সড়কটি অদ্যবদি অবহেলিত বলে জানান এলাকাবাসী।
এছাড়া কার্পেটিং উঠে গিয়ে নানা স্থানে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এলাকার বেশিরভাগ রাস্তা। স্কুল, মাদ্রাসা ও বাজারগামী সহস্রাধিক মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতেন। এলাকাবাসী জানান, বেহাল এই সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক ফিরোজ আহম্মেদ বারবার রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও পরবর্তীতে কোন পদক্ষেপই নেননি। তাছাড়া সরকারী প্রণোদনা বিতরনের ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং নানাবিধ অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম জানান, আমি আমার নিজস্ব অর্থায়নে এলাকার যুবসমাজকে সাথে নিয়ে বার বার এ রাস্তা সংস্কার করেছি । কিন্তু চাহিদার তুলনায় টা পর্যাপ্ত নয়। আমাদের চেষ্টার পাশাপাশি এলাকার বর্তমান ইউপি চেয়ারম্যানকেও এগিয়ে আসলে আলোকিত হবে আমাদের আগামী।
রাস্তার উন্নয়ন এবং বরাদ্দের বিষয়ে জানতে চাইলে ইলিয়াসবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক ফিরোজ আহম্মেদ কোন তথ্য দিতে পারেন নি। তিনি জানান বিষয়টি নিয়ে আমি আগামীতে কাজ করব ।
এলাকাবাসী জানায় , ইলিয়াছাবাদ ইউনিয়নের সাধারন মানুষের জন্য রাস্তাঘাট, মাদকমুক্ত ইউনিয়ন,সুস্থ বিনোদন এবং অসহায়দের পাশে না পেলেও কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলাম।
বিএসডি/আইপি