নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর –সবার কথা তুলে আনতে চাই।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে –এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিল অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ।
‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও নীতি-নির্ধারণে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোতেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
তিনি আরও লেখেন, আররি ভাষায় দক্ষ এই জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মধ্যপ্রাচ্যের বিশাল বাজার হারাচ্ছি –এই সমস্যা দূর করতে আলেমদের সক্ষমতা কাজে লাগাতে হবে। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রতিটি গ্রাম-মহল্লায় তাদের গভীর সংযোগ রয়েছে, যা নতুন রাষ্ট্রগঠনে এক অমূল্য সম্পদ।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর –সবার কথা তুলে আনতে চাই।