আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।
পশ্চিমতীরের নাবলুস শহরে শুক্রবার অবৈধ ইহুদি বসতির বিরুদ্ধে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনারা নির্বাচিত গুলি চালায়। ইসরাইলি সেনাদের এ গুলিবর্ষণে প্রাল হারান ওই ফিলিস্তিনি যুবক।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই যুবকের মাথায় গুলি লাগে। এ ঘটনায় আরও ৪ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, শুক্রবার নাবলুস শহরে টায়ার জ্বালিয়ে ইহুদি বসতির বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ইসরাইলি সেনাদের ওপর পাথর ছুড়ে মারতে থাকে। এ সময় তাদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি আমরা।
সূত্র: আরব নিউজ।
বিএসডি/ এলএল