বর্তমান সময় ডেস্কঃ
ইসরায়েলের হামলায় নির্বিচারে মরছে শিশুসহ গাজার নিরীহ জনগণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্বর এই হামলার প্রতিবাদ করতে গিয়ে ক্লাবের চক্ষুশূল হলেন জার্মানির ফুটবল ক্লাব মেইনজ ০৫-এর ডাচ ফুটবলার আনওয়ার এল গাজি। প্রথমে তার বিরুদ্ধে স্থগিতাদেশ দিলেও শেষমেষ চুক্তি বাতিল করেছে ক্লাবটি।
গতকাল শুক্রবার দেয়া এক বিবৃতিতে মেইনজ জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং কমেন্টের কারণে’ এল গাজির চুক্তি বাতিল করা হয়েছে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।
চুক্তি বাতিলের পর এল গাজি বলেছেন, ‘যেটা সত্য তার পক্ষে আছি। এমনকি সেটির পক্ষে যদি একাও দাঁড়াতে হয়। নিরপরাধ গাজাবাসী যে কঠিন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেই তুলনায় আমার জীবিকার ক্ষতি তেমন কিছু নয়।’
এর আগে একটি পোস্ট দিয়ে ডিলেট করে এল গাজি। সেটি নিয়ে গত ২৭ অক্টোবর দেওয়া এক পোস্টে এল গাজি লিখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমার আগের দেওয়া পোস্টটি ভুলভাবে নেওয়া হয়েছে। আমি পরিস্কার করতে চাই, সবার জন্য শান্তি ও মানবতার পক্ষে আমার অবস্থান।’
এরপর গত সোমবার, এল গাজির ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্বিতীয় সুযোগ দেয় মেইনজ। সে সময় ক্লাব থেকে বলা হয়েছে, ‘সে (এল গাজি) হামাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলেছে এবং ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেনি।’
যদিও গত বুধবার দেওয়া এক বিবৃতিতে এল গাজি জানান, তার অনুমতি না নিয়েই ক্লাব বিবৃতি দিয়েছে। তিনি বলেন, ‘আমি যা বলেছি সেটি থেকে সরে আসছি না। আজ এবং সবসময়, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানবতা ও শোষিতের পাশে দাঁড়াবো।’
আরেকটি বিবৃতিতে এল গাজি ‘প্যালেস্টাইন ও ইসরায়েলে নিরীহ নাগরিকের হত্যার’ নিন্দা করেন। বলেন, ‘গত তিন সপ্তাহে গাজায় সাড়ে তিন হাজারের বেশি শিশু হত্যার কোনো বৈধতা দেওয়া যায় না। আমি এবং বিশ্বের সবাই এমন চুপ থাকতে পারে না। আমাদের অবশ্যই গাজায় হত্যা বন্ধে ডাক দিতে হবে।’
বিএসডি/আরপি