ইরান হাইফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দ্বিধা করবে না। ইসরায়েল ও ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে সরাসরি লড়াইয়ের হুমকি দিয়ে আইআরজিসির উপ-প্রধান আলী ফাদাভি এই মন্তব্য করেছে।
সোমবার এক বক্তব্যে তিনি বলেন, ইরান বিনা দ্বিধায় হাইফায় সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।
খবর অনুসারে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ফাদাভি বলেছেন, যদি প্রয়োজন হয় এবং (আদেশ দেওয়া হয়), ইরান ‘নির্দ্বিধায়’ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরে হামলা চালাবে।
তেহরান ইউনিভার্সিটিতে ইরানি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় ফাদাভি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সরাসরি পদক্ষেপর বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন।
ইরানের এই জেনারেল বলেন, আপনাদের মধ্যে কিছু তরুণ বাস্তব পদক্ষেপ হিসেবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা উচিত বলে মনে করে। অবশ্যই যদি প্রয়োজন হয় তবে এটি করা হবে এবং এটি দ্বিধাহীনভাবে করা হবে।
তিনি দাবি করেন, আইডিএফ আয়রন ডোমের সফল ইন্টারসেপশন হার সম্পর্কে মিথ্যা বলছে। এটির সফলতার হার মাত্র ৩০ শতাংশ। আমেরিকা ইসরায়েলকে তার নিরাপত্তার জন্য তৈরি করেছে এবং যদি তারা নিরাপত্তাহীনতা বোধ করে তবে তারা সহজেই ইসরায়েলকে ত্যাগ করবে।
বিএসডি/ এফ এ