ক্রীড়া ডেস্ক,
নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গোর বক্তব্য হইচই ফেলেছিল বেশ। প্রথম দুই ম্যাচে মুশফিকুর রহিম আর পরের দুই ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে নুরুল হাসান সোহানকে, এমনটিই বলেছিলেন তিনি। তবে তার ওই বক্তব্য ঠিক হচ্ছে না।
পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জেতায় উইনিং ‘কম্বিনেশন’ ভাঙেনি বাংলাদেশ দল। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিকরা। কোচের বক্তব্য অনুযায়ী কিপিংয়ের ক্ষেত্রেও পরিবর্তন আসছে না। মুশফিক নয়, ৩য় ম্যাচেও কিপিংয়ে থাকছেন নুরুল হাসান সোহান।
দুই দলের একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, স্কট কুগেলেইন, এজাজ পেটেল, জ্যাকব ডাফি।
বিএসডি/আইপি