খেলাধূলা প্রতিনিধি:
নিজেদের মাঠে বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ব্যর্থ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও হার দিয়ে সিরিজ শুরু করলো ক্যারিবিয়ানরা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ১৩ রানে। বুধবার কিংস্টনে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের কিপটে বোলিংয়ের সামনে পড়ে ১৭২ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
হাই স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। একই ভেন্যূতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট।
বিএসডি/ এমআর