নিজস্ব প্রতিবেদক
‘কলম বিরতি’ সাময়িক স্থগিত করে আলোচনায় অংশগ্রহণ করলেও সভা ফলপ্রসূ হয়নি বলে দাবি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। যার পরিপ্রেক্ষিতে নিজ নিজ অফিস প্রাঙ্গণে অবস্থান সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিবৃতিতে এসব কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সভায় জ্বালানি উপদেষ্টা ফাওজুল খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, আজ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা এবং আরও দু’জন উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যরা, এনবিআরের সাবেক তিন সদস্য, অর্থ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান। কিন্তু সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলোচ্য সভাটি ফলপ্রসূ হয়নি। সে কারণে আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের অধীন ঢাকার দপ্তরসমূহের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে।
অন্যদিকে সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে সেরকমই থাকবে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি দূর হয়েছে।
এর আগে গতকাল সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বানে সাড়া দিয়ে কলম বিরতির আন্দোলন সাময়িক স্থগিত করেছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত ১৩ মে আগারগাঁও এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে অবস্থান কর্মসূচি থেকে কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতির ঘোষণা দিয়েছিলেন। সে মোতাবেক ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি কর্মসূচি পালিত হয়।