নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) অধীন এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) শিক্ষাক্রমের তিন লাধিক শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে বাদ পড়েছেন। এতে সংশ্লিষ্টদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এর বিরূপ প্রভাবে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী সঙ্কটে পড়বে বলে শঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ব্যানবেইজের ২০২০ সালের হিসাব অনুযায়ী ৬১১টি স্বতন্ত্র ও সংযুক্ত ১২৯৬টিসহ মোট ১৯১০টি প্রতিষ্ঠানে ৫৬২২টি ট্রেড রয়েছে। সে অনুযায়ী প্রথম ও দ্বিতীয় বর্ষে প্রায় তিন লাধিক শিক্ষার্থী রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন ও হিসাবরক্ষণ বিষয় চালু রয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানা যায়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে প্রেরণ ২৩ এপ্রিল ২০২১ শেষ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদফতরের উপবৃত্তি সেল জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (ডিপ্লোমা ও ভোকেশনাল) শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি ৩০ এপ্রিল ২০২১ শেষ হয়েছে। কিন্তু এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের কোনো নির্দেশনা এখনো দেয়া হয়নি।
বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো: আকরাম হোসেন বলেন, ইতোমধ্যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেয়েছে। কিন্তু উপবৃত্তি কার্যক্রম থেকে বিএম শাখার শিক্ষার্থীরা বাদ পড়ায় প্রতিষ্ঠানের ওপর বিরূপ প্রভাব পড়বে। এতে শিক্ষার্থী সঙ্কট দেখা দেবে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি করেন তিনি।
নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কলিম উদ্দিন জানান, ডিপ্লোমা ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম শেষ হয়েছে। কিন্তু বিএম শাখার উপবৃত্তির কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। শিগগিরই শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়টি নিয়ে জটিলতা দূর হবে বলে আশ্বাস দেন তিনি।
বাকাশিবোর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) আব্দুল হান্নান বলেন, বিএম শিক্ষার্থীদের উপবৃত্তি সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ জরুরি। বাকাশিবোর পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, বিএম পাঠ্যক্রমকে নতুন করে সাজানো হয়েছে। যা শিক্ষা মন্ত্রণালয় কমিটির সভায় উপস্থাপন এবং অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়টি কারিগরি শিক্ষা অধিদফতরের উপবৃত্তি সেলের দায়িত্বে রয়েছে।
কারিগরি শিক্ষা অধিদফতরের উপবৃত্তি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জয়দেব চন্দ্র সাহা জানান, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত বিএম শিক্ষাক্রমের উপবৃত্তি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে দেয়া হতো। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের বৃত্তি বন্ধ রয়েছে। শিগগিরই এ সব শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে।
বিএসডি/আইপি