স্টাফ রিপোর্টারঃ
সাভার ও আশুলিয়ায় যারা গার্মেন্টস এ উস্কানি দিয়ে অসন্তোষ সৃষ্টি করেছে তাদেরকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় র্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খন্দকার আল মইন বলেন, যারা গার্মেন্টসে অসন্তোষ সৃষ্টি করেছে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আমাদের অভিযান চলছে। এদের অব্যশই আইনের আওতায় আনা হবে কোন ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এক শ্রেণীর মানুষ গার্মেন্টস শিল্পের ধ্বংসের পায়তারা করছে। শ্রমিকদের কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে তিনি সকল গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন।
এসময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিদর্শন করে র্যাব।
এদিকে আজও আশুলিয়ার জামগড়ায় কিছু গার্মেন্টসে অসন্তোষ দেখা দিয়েছে। সকালে শ্রমিকরা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের টিয়ারসেল নিক্ষেপ করে সড়িয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
বিএসডি/আরপি