বিনোদন ডেস্ক:
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ। বিভিন্ন ভাষায় অসংখ্য গান উপহার দিয়েছেন। পেয়েছেন দেশটির রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী। গুণী এই গায়িকা এবার কণ্ঠ দিলেন বাংলাদেশী লেখক-গীতিকার ইশতিয়াক আহমেদের রচিত গানে।
ভারতীয় প্রতিষ্ঠান ভিস্টেজের জন্য তৈরি হয়েছে গানটি। এর সুর ও সংগীতায়োজন করেছেন শুভজিৎ রায়। প্রযোজনায় তালাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার হিরক দাসগুপ্ত বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি আমরা করেছি। এটা প্রথমে এপার বাংলা এবং ওপার বাংলার জন্য করলেও পরে সেটাকে আরও বিস্তৃত করি। তাই বাংলার পাশাপাশি আমরা এর একটা হিন্দি ভার্সনও করেছি। যে কারণে গানটির জন্য আমরা সর্বভারতীয় কন্ঠশিল্পী ঊষা দি’কে বেছে নিয়েছি।’
গানটির মুখ এমন- ‘হেরে যাওয়া মানে ভেঙে পড়া নয় আবার উঠে দাঁড়াও/ নতুন পথকে চিনতে আবার পা দুখানি বাড়াও’। এ গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উষা উত্থুপও। তিনি বলেন, ‘অসাধারণ একটি কাজ হয়েছে। আমি নিজেও খুব আনন্দিত এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে।’
অন্যদিকে গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘ঊষা উত্থুপের মতো একজন বরেণ্য শিল্পীর জন্য লিখতে পেরেছি, এটা অবশ্যই বড় প্রাপ্তি। আশা করছি গানটির বাণী সবার মাঝে ছড়িয়ে যাবে।’
জানা গেছে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শিগগিরই গানটি প্রকাশিত হবে।
বিএসডি/জেজে