জ্যেষ্ঠ প্রতিবেদক:
স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এইচআর গ্রুপের তিন সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ; এইচআর হোল্ডিংস লিমিটেড, নিউট্রিলা অটোমেটিক রাইস মিল ও সিনবাদ বিচ অ্যান্ড ইকো রিসোর্ট।
বুধবার (৮ ডিসেম্বর) প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আলহাজ হজরত মওলানা আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, আল আরাফাহ ইসলামী ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফেজে এনায়েত উল্যাহ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. তাওহীদ হোসেইন, পাইকারি ভোজ্যতেল আমদানিকারক সমিতির সভাপতি হাজী গোলাম মওলা, ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, বাফিটার সভাপতি সুধীর চৌধুরী ও এইচআর গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মো. আশরাফুলসহ আমন্ত্রিত অতিথিরা।
এ উপলক্ষে অনুষ্ঠিত পরিবেশক সম্মেলনে সভাপতিত্ব করেন এইচআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি হাছনাইন আব্দুল্লাহ নাছিফ এবং অ্যাডমিন ডিরেক্টর এবিএম মুহিউদ্দীন।
বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী, ঢাকা গ্রুপের এমডি আবুল কালাম আজাদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল হক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি শফিকুল ইসলাম, হায়দর গঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. একএম ফজলুল হক।
বিএসডি /আইপি