নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস এখন ইউ.এস. অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) গ্র্যান্ট প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করছে। আগামী বছরের (২০২৫) ১৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, এএফসিপি ১২০টিরও বেশি দেশে ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, পাণ্ডুলিপি, জাদুঘরের সংগ্রহ এবং আদিবাসী ভাষা ও হস্তশিল্পের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণে সহায়তা করে। অনুদানের পরিমাণ ২৫ হাজার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত হতে পারে। প্রকল্পের সম্ভাব্য সময়সীমা এক থেকে পাঁচ বছর।
এফসিপি গ্র্যান্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত এবং আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এখানে পাওয়া যাবে: https://bd.usembassy.gov/u-s-ambassadors-fund-for-cultural-preservation-afcp-2025-grants-program/
বাংলাদেশে কোনও প্রকল্পের জন্য এএফসিপি গ্র্যান্ট সম্পর্কে আরও জানতে এবং আবেদন করতে, পাবলিক ডিপ্লোম্যাসি টিমের যোগাযোগ ঠিকানা : DhakaGrants@state.gov