ক্রীড়া ডেস্ক,
এশিয়ার দ্বিতীয় শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা এএফসি কাপের মিশনে নামছে বসুন্ধরা কিংস। কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মুকুট জেতে অস্কার ব্রুসনের শিষ্যরা। মালদ্বীপের মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার (১৮ আগস্ট) রাত ১০টায় তারা মুখোমুখি হবে স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এই প্রথমবার বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে বসুন্ধরা।
বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। তার আগে মালের স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ভারতের দুই ক্লাব অ্যাথলেটিকো মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।
এএফসি কাপের গত আসরেও খেলেছিল বসুন্ধরা। করোনার জন্য ওই টুর্নামেন্ট বাতিল হওয়ার আগে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ৫-১ গোলের জয়ে শুভ সূচনা করে তারা। নতুন আসরেও শুভ সূচনা করার প্রত্যাশা বসুন্ধরার। ক্লাবের স্প্যানিশ কোচ ব্রুজন বলেছেন, ‘আমরা টুর্নামেন্টে জয় দিয়ে শুভ সূচনা করতে চাই। প্রতিপক্ষ মাজিয়া শক্তিশালী দল। তবে আমরাও জয় পাওয়ার মতো যোগ্যতাপূর্ণ দল।’
লিগে দুর্দান্ত পারফরম্যান্স চার ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা। বিদেশের মাটিতে প্রথম ম্যাচের আগে তাদের জন্য ধাক্কা হয়ে এসেছে চোটসহ একাধিক সমস্যা। পাসপোর্টের সমস্যায় পড়েছেন ফরোয়ার্ড মতিন মিয়া ও করোনায় আক্রান্ত তৌহিদুল আলম সবুজও খেলছেন না। চোট পেয়েছেন লিগে ১৬ গোল করা রাউল অস্কার বেসেরা। ফিফা-এএফসির অনুমতি না মেলায় খেলতে পারছেন না নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিকত্ব সনদ পাওয়া এলিট কিংসলে।
‘ডি’ গ্রুপে বসুন্ধরার অন্য দুই প্রতিপক্ষ মোহনবাগান ও বেঙ্গালুরু। ২১ আগস্ট তাদের দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুর সঙ্গে, তিন দিন পর তারা খেলবে মোহনবাগানের বিপক্ষে। এই দুটি ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
বিএসডি/আইপি