শিক্ষা কথাটি থেকেই শিক্ষক, এই কথাটির ব্যাখ্যা করলে বলা যায় যিনি শিক্ষার্থীদের শেখান অর্থাৎ শিক্ষা বা জ্ঞান দান করেন তিনিই প্রকৃত অর্থে শিক্ষক।
শিক্ষক মানেই যে শুধু পড়াশোনার সাথে সম্পর্কিত এমনটিও নয়। একজন ভালো শিক্ষক মানে একজন ভালো বন্ধু, ভালো উপদেশ দাতা, পরামর্শ বান্ধব একজন ব্যক্তি। যেই মানুষটির জ্ঞানের আলোক ধারায় শিক্ষার্থীরা আলোকিত হয়ে থাকে। শিক্ষকের হাতে তৈরি শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বড় কোনো আসনে বসলেও তিনি শুধুই সেই শিক্ষকের কাছে একজন আদর্শ সন্তান বা আদর্শ ছাত্র। যেই মানুষটির সঠিক দিক নির্দেশনায় একজন আদর্শ মানুষ তৈরি হতে সাহায্য করেছে, জীবনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বা সিদ্ধান্তের সময় যেই মানুষটির প্রয়োজন অকল্পনীয় সেই মানুষটি আমাদের প্রিয় শিক্ষক।
শিক্ষকরা কখনো শিক্ষার্থীদের থেকে পড়াশোনা বা ভালো শিক্ষার বাহিরে কিছু আশা করেন না। একজন নিষ্ঠাবান মানুষ হিসাবে সমাজ ও দেশের সম্পদ তৈরি করাই শিক্ষদের উদ্দেশ্য। মানুষের সেবা করার জন্য এবং ভালো-মন্দের বিচার করার বিবেক বোধ জাগ্রত করেন প্রিয় শিক্ষকরা। আমার কাছে মনে হয় একজন মানুষের প্রথম শিক্ষক তার মা। যার হাত ধরেই প্রাথমিক শিক্ষার গন্ডিটা সবাই শুরু করে। মাতৃভাষা মুখে তুলে দেন আমাদের মা। একটি সন্তানের জীবনের প্রাথমিক শিক্ষার অংশটা এক রকম মায়ের সাথেই কেটে যায়। শিক্ষকরাও ঠিক আমাদের পিতৃ-মাতৃ তুল্য। যারা নিজ সন্তানের মতো করেই একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষে রূপ দিয়ে থাকেন। এই মহান পেশার সকল মানুষদের প্রতি রইলো আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। শিক্ষকরাই শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি। সুতরাং শিক্ষকদের প্রতি সকলের সমান শ্রদ্ধা প্রদর্শনই একান্ত কাম্য।
লেখা- কাব্য সাহা
শিক্ষার্থী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।