স্পোর্টস ডেস্ক
ইউরোপা লিগের শিরোপা জয়ের মাধ্যমে অন্তত কিছু আঁকড়ে থাকতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু টুর্নামেন্টটির ফাইনালে তারা হেরে যায় টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা ১৫তম হয়ে ২০২৪-২৫ মৌসুম শেষ করেছিল। এমন অবস্থায় দল পুনর্গঠনে মনোযোগী কোচ রুবেন অ্যামোরিম। তার গুডবুকে আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো নেই বলে জানা গেছে। ফলে তাকে খুঁজতে হচ্ছে নতুন ঠিকানা।
পছন্দের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যখন পর হতে চলেছেন, ঠিক তখন বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে সম্পর্কেও নাকি চিড় ধরেছে গার্নাচোর। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গারকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ইভা। আরেক স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ওনা গনফাউসের সঙ্গে জড়িয়েছে গার্নাচোর নাম। গত বছরও এই দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। ওই সময়ও ইভা গার্সিয়া ইনস্টাগ্রামে আনফলো করেন গার্নাচোকে।
অবশ্য অল্প সময় পরই তিক্ততা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক হয় গার্নাচো-ইভার। একমাত্র সন্তান এনজোকে নিয়ে নিয়মিতই বিভিন্ন জায়গায় ছুটি কাটানো ও রোমান্টিক পোজে তারা ধরা পড়েন। সামাজিক মাধ্যমেও তাদের উষ্ণ সম্পর্কের মুহূর্ত ভাগাভাগি করতে ভুলতেন না এই দম্পতি। কিন্তু আগের ঘটনার এক বছর না যেতেই আবারও গার্নাচো ও ইনফ্লুয়েন্সার গনফাউসকে একসঙ্গে সম্প্রতি ক্যারাভান ট্রিপে দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। ফলে গার্সিয়ার সঙ্গে সম্পর্কে ফের তিক্ততা এসেছে আলবিসেলেস্তে তারকার।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে (ডানে) এক স্প্যানিশ ইনফ্লুয়েন্সারের সঙ্গে গার্নাচোকে দেখা যায় বলে আলোচনা ডালপালা মেলেছে
এই দুজনের মাঝে কী চলছে তা এখনও রহস্যে আবৃত। ওল্ড ট্রাফোর্ডেও গার্নাচোর ভবিষ্যৎ প্রায় থমকে আছে। ২০২৫-২৬ মৌসুমে আবারও তাকে ইউনাইটেডের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। বিশেষ করে ক্লাবটির পর্তুগিজ কোচ অ্যামোরিম গার্নাচোকে ছাড়াই পরিকল্পনা করছেন। প্রাক-মৌসুম প্রস্তুতিতেও গার্নাচোকে নিঃসঙ্গ অনুশীলন করতে দেখা গেছে। ইতালির সিরি-আ’র ক্লাব নাপোলি তার সম্ভাব্য গন্তব্য হতে পারে বলেও আলোচনা রয়েছে দলবদলের বাজারে।
এর আগে সূত্রের বরাতে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ ইউনাইটেড কোচ অ্যামোরিমের অধীনে গার্নাচোর ভবিষ্যৎ নেই বলে জানিয়েছিল। ইউরোপা লিগেও অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৭১ মিনিটে বদলি হিসেবে নামানোয় হতাশা প্রকাশ করেছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। যা নিয়ে টুর্নামেন্টটির ফাইনাল শেষে ক্ষোভ প্রকাশ করেছিলেন গার্নাচো, ‘সময়টা সবার জন্যই কঠিন, আমাদের বাজে মৌসুম কেটেছে। এই ফাইনাল এবং লিগে আমাদের অবস্থানই এখন বাস্তব সত্য। ফাইনালের আগপর্যন্ত আমি প্রতিটি রাউন্ডে ছিলাম এবং আজ সুযোগ পেলাম ২০ মিনিট। আমি জানি না…পরবর্তী গ্রীষ্মের সময়টা উপভোগের চেষ্টা করব এবং দেখা যাক কী ঘটে।’
২০২০ সালের অক্টোবরে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন গার্নাচো। এরপর তাদের সিনিয়র দলের হয়ে ১৪৪টি ম্যাচে তিনি ২৬ গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ মৌসুমে গার্নাচোকে সবমিলিয়ে ৫৮ ম্যাচে নামান অ্যামোরিম। এর মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল ৩৭টি। তবে কোচের প্রাথমিক পছন্দে যে তিনি নেই সেটি ছিল স্পষ্ট!