নিজস্ব প্রতিবেদক:
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শনিবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। চলবে আগামীকাল রোববার রাত ৮টা পর্যন্ত।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (চতুর্থ ধাপে) আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সময়সূচি অনুসরণ করতে বলা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চতুর্থ ধাপে অনলাইনে আবেদন করা যাবে। ২৮ ফেব্রুয়ারি সফটওয়্যারের মাধ্যমে আবেদনপত্র যাচাই-বাছাই করে ফল প্রকাশ করা হবে ১ মার্চ রাত ৮টায়। শিক্ষার্থীর সিলেকশন ও নিশ্চায়ন এবং ভর্তি ২ মার্চ থেকে ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।
জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়।
বিএসডি/ এফএস