সাংস্কৃতিক প্রতিবেদক
মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফা। বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ৷ বাদ আছর ইস্কাটন স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৯৪১ সালের ৩০ নভেম্বর কোলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন আলোকচিত্রী গোলাম মোস্তফা। ১৯৪৭ সালে দেশ ভাগের পর দাদার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে চলে আসেন গোলাম মোস্তফা। শিক্ষাজীবনে তিনি নারায়ণগঞ্জের বার একাডেমি স্কুলে এবং ঢাকায় জগন্নাথ কলেজে লেখাপড়া করেছেন। কর্মজীবনে তিনি আমেরিকান দূতাবাস ছাড়াও নানা জায়গায় কাজ করেছেন। ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে যোগদান করেন এবং ১৯৯৮ সালে বিটিভি থেকে পরিচালক পদে অবসর নেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-সভাপতি এবং দুই বছর সভাপতির দায়িত্ব পালন করেন। আলোকচিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে তিনি শিল্পকলা একাডেমি পদক ও ২০১৮ সালে একুশে পদক অর্জন করেন।
বিএসডি মুছা