নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শেরপুরে এক ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আরেক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে আদনান নাহিদ (১৯) ও তার বন্ধু কৃষ্ণপুর নামাবালা গ্রামের শ্রী হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)। তারা স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নাহিদ ও সম্পদ মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মির্জাপুর বাজারের কাছে পৌঁছালে দ্রতগামী ট্রাকের ধাক্কায় দুই জন মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ পরিদর্শক নাদির হোসেন বলেন, দুই জনের লাশ উদ্ধার করে শেরপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি। পরে দুই জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।
ওসি শহিদুল ইসলাম বলেন, দুই ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএসডি /আইপি