খেলাধূলা প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট দল কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবেন টাইগাররা। এই সফরে থাকবেন না বলে জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার দুবাইয়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব জানিয়েছেন, এ মুহূর্তে তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। সাকিবের হঠাৎ সিরিজ থেকে সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।
২০২১ সালে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ দল ম্যাচ খেলেছে ৪৬টি। যার মধ্যে সাকিব খেলেছেন ৩৩টি। কখনও ইনজুরি কখনও বা ছুটি নিয়ে ১৩টি ম্যাচ খেলেননি এ অলরাউন্ডার।
থাই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব। এপ্রিলে শ্রীলংকার মাঠে দুটি টেস্ট থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন। বিশ্বকাপপরবর্তী চোটের কারণে নভেম্বরে খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট।
গত বছর ওয়ানডেতে বাংলাদেশ ১২ ম্যাচ খেললেও তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে ছিলেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২০২১ সালে ২৭ ম্যাচ খেললেও সাকিব মিস করেছিলেন ৬টি। যার তিনটি ছিল নিউজিল্যান্ড সফরে; আর বাকি তিনটি দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে।
বিএসডি/ এমআর