আন্তর্জাতিক ডেস্ক:
আল-নইম স্কয়ার, অবস্থান উত্তর সিরিয়ার রাকা শহরের কাছেই। ক’বছর আগেও এটি ছিল আতঙ্কের আরেক নাম। এ চত্বরেই প্রকাশ্যে সাধারণ মানুষকে অত্যাচারের পর হত্যা করত আইএস জঙ্গিরা।
আইএস জঙ্গিদের পরাজয়ের পর ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়ার প্রাচীন শহর রাকা। সেই ঘুরে দাঁড়ানোর নিদর্শন হলো আল-নইম স্কয়ারে মানুষের জমায়েত। এখন সেখানে অনেকেই আসেন। পরিচিত কিংবা প্রিয়জনদের সঙ্গে দেখা করেন, কিংবা তাদের অপেক্ষা করেন।
এক সময়ের যুদ্ধবিদ্ধস্ত রাকায় আল-নইম স্কয়ারে প্রেমিকার জন্য অপেক্ষা করছিলেন নাদির আল-হুসেন নামে এক ব্যক্তি। গণমাধ্যমকে তিনি বলেন, বন্ধু, পরিবার ও প্রেমিকার সঙ্গে দেখা করার এটাই এখন সেরা ঠিকানা।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত রাকা ছিল সিরিয়ায় আইএসের রাজধানী। স্থানীয়দের কাছে এটি তখন নরকের অপর নাম হিসেবেই পরিচিত ছিল। শরিয়তি আইনের বিরোধিতা করলে শাস্তি দেওয়ার জায়গা হিসাবে আল-নইম চত্বরকে বেছে নিয়েছিল জঙ্গিরা। মারধর, পাথর ছুড়ে হত্যা, হাত-পা কেটে দেওয়া, ফাঁসিতে ঝুলানো কোনো কিছুই বাদ রাখেনি তারা। যদিও আল-নইম অর্থ স্বর্গ।
আল-নইম স্কয়ারে এখন স্থানীয়রা অবসর যাপনের জন্য আসেন। এ চত্বরের মাঝে থাকা ফোয়ারা ঘিরে তৈরি করা হয়েছে তোরণ। নানা দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি হচ্ছে এখানে। এখানে গড়ে উঠেছে অনেক ক্যাফে, রেস্তোরাঁ।