কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক যেসব শিক্ষার্থী এখনও ভ্যাকসিনের আওয়াতায় আসে নি তারাও এবার নিবন্ধন করতে পারবেন। যেসকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারাও ভ্যাকসিনের আওয়াতায় আসবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের এই ব্যাপারে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জাতীয় পরিচয়পত্র চেয়ে নোটিশ দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, আমরা সকলের টিকা পাওয়ার বিষয়ে কাজ করছি। আর যাদের এনআইডি কার্ড নাই, তাদের বিষয়ে উপাচার্য মহোদয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। যাতে ১৫/২০ দিনের মধ্যে এই কাজটা শেষ হয়ে যায়। যেহেতু এনআইডি কার্ড ছাড়া টিকার নিবন্ধন করা যায় না।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়টির মাত্র ৫১৮ জন আবাসিক শিক্ষার্থী টিকার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( চলতি দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, হল প্রভোস্টদের কাছ থেকে আমরা ৫১৮ জনের যে তালিকা পেয়েছি সেটা ইউজিসিকে দিয়েছি স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য। অতি দ্রুত তারা টিকা পেয়ে যাবে।
কুবি/হুমায়রা/কাইয়ুম