নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) তিনটি গাড়ি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।
এসময় উপস্থিত ছিলেন- ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হক, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক শিহাব কায়সার খান ও ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মিস ইটা সুকি রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন এবং মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাইমুল হককে ধন্যবাদ জানান। শাহ্ রেজওয়ান হায়াত ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এপিবিএনকে গাড়ি প্রদান করায় ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা চলমান রাখার আহবান জানান।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকেও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানানো হয়।
বিএসডি /আইপি