নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর মূল ফটক (গেট) বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিমদিকে কারওয়ান বাজারের রেললাইনের কাছে স্থানান্তর করা হচ্ছে এটি। এছাড়াও পেছনে আরো একটি বড় ফটক নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
এফডিসিতে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভেতরে বহুতল ভবন ও কারওয়ান বাজার দিয়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণেই ফটকটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
ইতোমধ্যে এফডিসির পেছনে মসজিদের দিকে একটি ফটক তৈরি করা হচ্ছে, যেটি বহুপূর্বে চালু ছিল। পরে স্থায়ীভাবে এই ফটক বন্ধ করে দেওয়া হয়। এটিই আবার চালু হতে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া ফটকের ইট খুলে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে এফডিসিতে ঢুকতে হলে তেজগাঁওয়ের ভেতর দিয়ে, দীপ্ত টেলিভিশনের সামনে দিয়ে এফডিসিতে ঢুকতে হবে। এখানে বড় একটি ফটক নির্মিত হবে। দীপ্ত টেলিভিশনের পাশে এই ফটক দিয়ে ঢুকতে হবে। অপরটি হচ্ছে কারওয়ান বাজার রেল লাইনের কাছে, বর্তমান ফটকের অনেকটা পশ্চিমে
চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানালেন, মসজিদের পাশ দিয়ে গেট হচ্ছে, তবে মূল গেট হবে বর্তমান গেট থেকে পশ্চিম দিকে। রেললাইনের নিকটে। এই গেট নির্মাণ করে দেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।
নুজহাত ইয়াসমিন বলেন, ‘এটি আসলে গেট বন্ধ হওয়া নয়, এটি স্থানান্তর। বর্তমান গেটের স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেমে সড়কের সঙ্গে যুক্ত হবে। এজন্য এটি কর্তৃপক্ষ স্থানান্তর করে দিচ্ছে। আমরা নতুন গেটের নকশা জমা দিয়েছি। সবকিছু চূড়ান্ত, হয়তো ১৫-২০ দিনের মধ্যে কাজ শুরু হবে। ’
নুজহাত ইয়াসমিনের কথা এ ক্ষেত্রে মূল ফটক ছাড়াও মসজিদের পেছন দিকে আরো একটি বড় ফটক নির্মাণ করা হবে।