ক্রীড়া ডেস্ক,
করোনা মহামারীতে এপ্রিলে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধ করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। তার আগে বেশ কয়কটি দলে পরিবর্তন আসছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে সুযোগ হচ্ছে টিম ডেভিডের খেলার। এর মধ্য দিয়ে প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার হিসেবে জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলতে চলেছেন তিনি।
বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগ মাতানো অভিজ্ঞতা রয়েছে টিমের। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত। আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করে আসছেন।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) তার ১০৬ টি সদস্য দেশকে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর। জাতীয় দলের হয়ে ১৪টি টি-টোয়েন্টিতে অংশ নেয়া টিমের রান ৫৫৮। স্ট্রাইক রেট ১৫৮-এর বেশি।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০টি ম্যাটে নেমেছেন মাঠে। ১৫৫-এর বেশি স্ট্রাইক রেটে ১ হাজার ১৮৬ রান রয়েছে তার নামের পাশে।
ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ব্যাটসম্যানের কাউন্টি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে। সম্প্রতি সারের হয়ে রয়্যাল লন্ডন কাপে দুটি লিস্ট-এ সেঞ্চুরি তুলেন।
টিমের বাবা রড ডেভিডও আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৭ সালে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে দেশটির জার্সিতে মাঠে নামেন। নব্বইয়ের দশকের শুরুকে পেশায় ইঞ্জিনিয়ার রড সিঙ্গাপুরে পাড়ি জমান। তবে ছেলের বয়স মাত্র দুই বছর থাকতে অস্ট্রেলিয়ায় ফিরে যান বাবা। অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের হয়েই ২০১৯ সালে অভিষেক হয় তার।
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। টুর্নামেন্টের শেষ লিগের ম্যাচ মাঠে গড়াবে ৮ অক্টোবর। ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২১ আইপিএলের।
বিএসডি/এএ