আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী ওলেক্সি অ্যারেস্তোভিচ বলেন, ‘আমরা আমাদের নিজস্ব ভূখণ্ডে আত্মরক্ষামূলক সামরিক কার্যক্রম চালাচ্ছি। রুশ ভূখণ্ডে যা কিছু ঘটবে, তার দায় রাশিয়ার নেতাদেরই বহন করতে হবে। সব প্রশ্নের উত্তর তাঁদেরই দিতে হবে।’
ইউক্রেনের কোনো কোনো বিশ্লেষক দাবি করেন, আলোচনা ব্যাহত করতেই এ হামলার দৃশ্য সাজানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও অবশ্য বলেন, এ হামলার কারণে আলোচনা ভেস্তে যেতে পারে।
পরে আবার পেসকভ বলেন, পশ্চিমাঞ্চলীয় সীমান্তকে শক্তিশালী করবে রাশিয়া।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরপরই তেলের গুদামে আগুন ধরতে দেখা যাচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত সে আগুন জ্বলতে দেখা গেছে।
বিএসডি/ এমআর