নিজস্ব প্রতিবেদক
‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)’ প্রকল্পের আওতায় পাঠ্যপুস্তক ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
সোমবার (১২ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।
অভিযান সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমটি ২০২১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। এ স্কিমের আওতায় বই ছাপানো, মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশিক্ষণ খাতে এখন পর্যন্ত প্রায় ১০১ কোটি টাকা ব্যয় হয়েছে। অভিযান পরিচালনাকারী দুদক টিম অভিযোগের অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। এসব তথ্য ও নথি বিশ্লেষণের পর কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।