এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৮৭৬ জন। বাকি ৫ হাজার ৬১৩ শিক্ষার্থী পেয়েছে সাধারণ বৃত্তি।
গতকাল মঙ্গলবার রাতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ড ছাড়াও ময়মনসিংহের ২৫০ জন, রাজশাহীর ৫০৫, কুমিল্লার ২১৯, সিলেটের ১০২, বরিশালের ১১৯, যশোরের ৩৮৭, চট্টগ্রামের ২১৫ ও দিনাজপুরের ৩২৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পাবে।
সাধারণ বৃত্তি পাবে সাড়ে ২২ হাজার শিক্ষার্থী। মেধাবৃত্তির মতো সাধারণ বৃত্তিতেও এগিয়ে ঢাকা। এ বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছে ৫ হাজার ৬১৩ জন।
বিএসডি/এসএস