বিএসডি অনলাইন
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার ভ্যাকসিন স্পুৎনিক–ভি চলতি মাসেই বাংলাদেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার রাশিয়ার ভ্যাকসিনের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে তিনি এমন প্রত্যাশার কথা জানান। তবে জুলাইয়ে কী পরিমাণ ভ্যাকসিন দেশে আসছে এটা নিশ্চিত করেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার তিনি বলেন, ‘রাশিয়ার ভ্যাকসিন নিয়ে তো আমরা অনেক দিন যাবৎ কাজ করলাম, এর মধ্যে রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আমাদের কমিটি এই ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি, কবে কী পরিমাণ ভ্যাকসিন তারা আমাদের দিতে পারবে।’ ‘’যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করার জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি এ মাসের মধ্যেই রাশিয়ার ভ্যাকসিন দেশে আসবে। মন্ত্রী আরও বলেন, ‘রাশিয়া যেদিন জানাবে তারা এত পরিমাণ ভ্যাকসিন দিতে চায়, আমরা প্রস্তুত। তখনই ভ্যাকসিন আনার ব্যবস্থা করব।এর আগে ২৭ মে ঔষধ প্রশাসন অধিদপ্তর এই ভ্যাকসিন জরুরি ব্যবহারে অনুমোদন দেয়।সে সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানিয়েছিলেন, আপাতত ৪০ লাখ ডোজ ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে।
বিএসডি মুছা/কাইয়ুম