খেলাধূলা প্রতিনিধি:
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ২৯ ও ৩১ মার্চ ও ২ এপ্রিল, তিনটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল পিন্ডি মাঠেই হবে সফরের একমাত্র টি–টোয়েন্টি ম্যাচটি।
বিএসডি/ এফএস
খেলাধূলা প্রতিনিধি:
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতে পারে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাওয়ালপিন্ডির আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, টেস্টের প্রথম দুই দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস থাকলেও শেষ তিন দিন বৃষ্টি উৎপাত করতে পারে।
২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে রাওয়ালপিন্ডি মাঠে টেস্ট ক্রিকেট ফিরেছিল দীর্ঘ ১০ বছর পর। সেই টেস্টের তিন দিন বৃষ্টির কারণে খেলা হয়নি। এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে করোনা পজিটিভ হয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তাঁকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। পাঁচ দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তিনি আবারও দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তরুণ ফাস্ট বোলার নাসিম শাহকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাসিম শাহ রাওয়ালপিন্ডির মাঠে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্টে। ক্যারিয়ারের ৯ টেস্টের ৩টিই তিনি খেলেছেন রাওয়ালপিন্ডিতে। এই ৯ টেস্টে নাসিম শাহর শিকার ২০ উইকেট।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ২৯ ও ৩১ মার্চ ও ২ এপ্রিল, তিনটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল পিন্ডি মাঠেই হবে সফরের একমাত্র টি–টোয়েন্টি ম্যাচটি।
বিএসডি/ এফএস