স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধের কারণে পার্থ থেকে সরে যায় ঐতিহ্যের লড়াই অ্যাশেজের পঞ্চম ও শেষ ম্যাচ। পার্থের পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন ভেন্যু হিসেবে হোবার্টের নাম ঘোষণা করেছে। এতে প্রথমবারের মতো ঐতিহ্যের লড়াইয়ের সাক্ষী হতে চলেছে তাসমানিয়ার রাজধানী।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী নিক হকলি বলেন, ‘যে আবেদনগুলো পেয়েছিলাম, সবগুলো দুর্দান্ত ছিল। প্রতিটি ভেন্যুই ম্যাচ আয়োজনের জন্য চমৎকার ও উপযোগী পরিবেশ ছিল।’
হোবার্টের সঙ্গে ৫ম টেস্ট আয়োজনে প্রতিদ্বন্দ্বিতায় ছিল মেলবোর্ন ও সিডনি। ম্যাচটি দিবারাত্রি টেস্ট হিসেবে ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে অ্যাডিলেডে। দ্বিতীয় ম্যাচটিও ফ্লাডলাইটের আলোতেই অনুষ্ঠিত হবে।
হোবার্টের ব্লান্ডস্টোন স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজার। তবে করোনার প্রকোপের কারণে ১৪ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে। দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার কোনো টেস্ট আয়োজিত হবে হোবার্টে। অবশ্য হোবার্টে টেস্ট খেলার স্মৃতি খুব একটা সুখের নয় অস্ট্রেলিয়া দলের জন্য। এই স্টেডিয়ামে শেষবার টেস্ট আয়োজিত হয়েছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই টেস্টে ঘরের মাঠেই প্রোটিয়াদের কাছে ইনিংস ব্যবধানে হারে অজিরা।
বিএসডি/এসএফ