নিজস্ব প্রতিবেদক
দেশের পণ্যভিত্তিক সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৬০ বছরে পদার্পণ করলো। ১৯৬৬ সালের এই দিনে—১৭ জুলাই—ঢাকায় জুয়েলারি ব্যবসায়ীদের ঐক্য ও পেশাদার সংগঠন গঠনের মধ্য দিয়ে বাজুস যাত্রা শুরু করে। দীর্ঘ ৫৯ বছরের পথপরিক্রমা শেষে এবার উদযাপিত হচ্ছে এর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও ৪৯১টি উপজেলায় একযোগে পালিত হচ্ছে এই প্রতিষ্ঠাবার্ষিকী। উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রায় ৪০ হাজার জুয়েলার্স পরিবার মিলনমেলায় অংশ নিচ্ছে।
এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’।
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত হচ্ছে শোভাযাত্রা, কেক কাটা, আলোচনাসভা, ব্যানার-পোস্টার ঝুলানো, আলোকসজ্জাসহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান, মালিক এবং ক্রেতা সাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
বাজুসের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি এম এ ওয়াদুদ খান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুয়েলারি খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪৪ লাখ মানুষ জড়িত। সরকার যদি এই শিল্পকে যথাযথ নীতিগত সহায়তা, উৎসাহ ও কর প্রণোদনা দেয়, তবে এটি তৈরি পোশাক শিল্পের মতই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।