ক্রীড়া ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে মোহাম্মদ নাইম শেখের ব্যাটে ভর করে সব উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ধীরে ধীরে খেলায় ফেরে মাহমুদউল্লাহ’র দল। এদিন মোহাম্মদ নাইম শেখ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দল।
এরপর দুর্দান্ত এক থ্রোয়ে সাকিবকে সাজঘরে ফেরান ওমানের আকিব ইলিয়াস। সাজঘরে ফেরার আগে সাকিব ২৯ বলে ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন।
শেষের দিকে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট খোয়াতে থাকেন। এদিন মেহেদী হাসান, নুরুল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন- কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
এদিন দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম শেখ।
বিএসডি /আইপি