আন্তর্জাতিক ডেস্ক:
কানাডায় কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন দিন দিন বেড়েই চলেছে। কানাডার বিভিন্ন প্রদেশের মধ্যে গত কয়েকদিনের তুলনায় আলবার্টা প্রদেশে বুধবার নতুন করে রেকর্ড চার হাজার ৭৫২ জন শনাক্ত হয়েছেন। এছাড়া দেশটির অন্টারিও, কুইবেক এবং ব্রিটিশ কলাম্বিয়ায়ও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।
আলবার্টা হেলথের চিফ মেডিক্যাল অফিসার ডা. ডিনা হিনশ বুধবার হালনাগাদ স্বাস্থ্য তথ্যে জানিয়েছেন, আলবার্টায় করোনায় ৪৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭২ জন ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন। আর গত ২৪ ঘণ্টায় আলবার্টায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে কানাডার বিভিন্ন প্রদেশে আবারও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন এই ধরন থেকে সতর্ক থাকতে ইতিমধ্যেই প্রদেশের প্রশাসকগণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বুধবার থেকে অন্টারিওতে দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বারগুলির ইনডোর ডাইনিং, জিম এবং জরুরি নয় এমন রোগের চিকিৎসার জন্য হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন , কোথাও যাওয়ার সময় এটা নয়। আর ভ্রমণ সংশ্লিষ্ট মন্ত্রী ডুকলোস সংক্রমণ ঠেকাতে বলেছেন, ফেডারেল সরকার ভ্রমণ নির্দেশিকা পরিবর্তনের কথা ভাবছে।
উল্লেখ্য, কানাডায় নতুন করে ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই তাদের ভ্রমণ বাতিল করেছে।
বিএসডি/ এলএল