আন্তর্জাতিক ডেস্ক:
নভেল করোনাভাইরাসের নতুন শনাক্ত হওয়া ধরন ওমিক্রন ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে কম শক্তিশালী বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস।
সংস্থাটির প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশটি দাবি করছে, করোনার ডেল্টা ধরনের সংক্রমণে যত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ থেকে স্পষ্ট হওয়া যায়, ডেল্টা থেকে ওমিক্রন কম শক্তিশালী।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে এও বলা হয়েছে, শক্তি কম হলেও ওমিক্রন ছড়াচ্ছে ডেল্টার চেয়েও বেশি।
এ বিষয়ে সতর্কবার্তাও জারি করেছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। এতে বলা হয়েছে, তাদের গবেষণার ফলাফল খুবই কম নমুনার উপর ভিত্তি করে পাওয়া। এ ফলাফলটিকে প্রাথমিক হিসেবে ধরে নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ধরনগুলো নিয়ে আরো বিস্তর গবেষণা চালাবে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। কিন্তু শক্তি কম বলে ধরনটিকে নিয়ে অবহেলা করা যাবে না। সামাজিকবিধিগুলিও মেনে চলতে হবে।
তরুণদের মধ্যে অথবা অপেক্ষাকৃত কম বয়সিদের মধ্যে ওমিক্রন ছড়ানোর প্রবণতা বেশি বলে লন্ডনের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে তরুণের সংখ্যা বেশি। দুটি টিকা নেওয়া থাকলেও ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই করোনা প্রতিরোধক বুস্টার ডোজ নিতেও আহ্বান করেছে সংস্থাটি।
বিএসডি/ এলএল