আন্তর্জাতিক ডেস্ক,
স্পষ্ট দেখা যাচ্ছিল, বলটা পেরিয়ে গেছে ওয়াইডলাইন। এরপরও আম্পায়ার হাত প্রসারিত করে দেননি ওয়াইডের সঙ্কেত। এরপরই রাগ চেপে গেল কাইরন পোলার্ডের মাথায়।
আম্পায়ারের সঙ্গে জুড়ে দিলেন তর্ক। শুধু তাই নয়, রাগ করে ক্রিজ থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মঙ্গলবার ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটিংয়ের ১৯তম ওভারে ঘটে এই ঘটনা। ওয়াহাব রিয়াজের বলে ব্যাট করছিলেন টিম সেইফার্ট।
ঝড়ের গতিতে রান তোলার চেষ্টায় থাকা নাইট ব্যাটসম্যান বড় শট খেলতে পারেন, ওয়াহাবের শঙ্কা হয়তো ছিল এমনই। সে ভাবনা থেকেই অফস্টাম্পের অনেক বাইরে দিয়ে বল করেন পাকিস্তানের জোরে বোলার। বল এতটাই দূরে ছিল যে চেষ্টা করেও তার নাগাল পাননি নিউজিল্যান্ড ব্যাটসম্যান। তবুও আম্পায়ার ওয়াইড দেননি।
সঙ্গে সঙ্গে আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা পোলার্ড। তর্ক জুড়ে দেন আম্পায়ারের সঙ্গে। তাতেও কাজ না হওয়ায় ক্রিজ থেকে সরে গিয়ে ৩০ গজের বৃত্তের কাছে দাঁড়িয়ে পড়েন তিনি।
এই ওয়াইড না দেওয়াতে অবশ্য খুব একটা সমস্যা হয়নি পোলার্ডের দলের। সেন্ট লুসিয়াকে হেসেখেলেই ২৭ রানে হারিয়েছেন পোলার্ডরা। তাতে ৪ পয়েন্ট নিয়ে সিপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানেও উঠে এসেছে শাহরুখ খানের এই দল।
বিএসডি/এএ