খেলাধূলা প্রতিনিধি:
শুক্রবার নিজের জনসংযোগ ব্যবস্থাপকের কাছ থেকে ওয়ার্নের মৃত্যুর খবরটি প্রথম জানতে পারেন ক্লার্ক। বলেছেন সে মুহূর্তের কথাও, ‘আমি আমার ম্যানেজারের কাছ থেকে খবরটা শুনি। বিশ্বাস করুন, আমার মনে হয়েছে, খুব প্রিয় কাউকে হারিয়ে ফেললাম। আমি এখনো বিষয়টি পুরোপুরি অনুধাবন করতে পারিনি। সময় লাগবে, তবে ব্যাপারটা এখনো আমার কাছে পুরোপুরি পরাবাস্তব ঠেকছে। এত তাড়াতাড়ি এমন কিছু ঘটে যেতে পারে! পুরোপুরি অবিশ্বাস্য একটা ব্যাপার।’
মাত্র ৫২ বছর বয়সে চলে যাওয়া ওয়ার্নের জীবনটা ক্লার্কের কাছে ‘১০০ বছর বাঁচা’ একটা জীবনের মতোই, ‘আমি মনে করি, আমরা যারা ওয়ার্নকে চিনি ও ভালোবাসি, তারা সবাই তার জীবনকেই আগামী দিনগুলোতে উদ্যাপন করব। ৫২ বছর বয়সী তার জীবনটা ছিল ১০০ বছরের সমান।’
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। সব মিলিয়ে ১০০১টি উইকেট তাঁর নামের পাশে। খেলার মাঠে রাজত্ব করেছেন। খেলা ছাড়ার পর কখনো পাদপ্রদীপের আলো থেকে সরে যাননি। বিতর্কে জড়িয়েছেন, কোচিং, ধারাভাষ্য, কলাম লেখা—কর্মময়, অর্জনমুখর একটা জীবন।
বিএসডি/ এফএস