নিজস্ব প্রতিবেদক:
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুন থেকে ট্রেনে করে কক্সবাজারে যাওয়া যাবে। সিরাজগঞ্জের ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন থেকে সরাসরি বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ চলছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেল সপ্তাহ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, আমরা সমস্ত মিটারগেজকে ব্রডগেজে রূপান্তর করছি। কারণ, আমাদের প্রতিবেশী যেসব দেশ, তারা সমস্ত রেললাইন ব্রডগেজে রূপান্তর করে ফেলেছে।
তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেললাইন চালু হলে উত্তরবঙ্গের জেলাগুলোকে অতিরিক্ত প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরতে হবে না। ফলে, সময় বাঁচবে কমপক্ষে দেড় ঘণ্টা।
রেলের যাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যাত্রী হিসেবে প্রত্যেকের দায়িত্ব আছে। রেলের বাথরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব। কেউ যেন রেলের সিট কাভারগুলো ব্লেড দিয়ে না কাটে, কেউ যেন পর্দা না ছিঁড়ে। এগুলো হলো সাধারণ যাত্রীদের দায়িত্ব। কারণ, রেল জনগণের সম্পদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে রেলওয়ের ঢাকা বিভাগের ১ কর্মকর্তা ও ৩২ কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়।
এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে বেলুন ও পায়রা উড়িয়ে রেলসেবা সপ্তাহের উদ্বোধন করেন রেলমন্ত্রী। সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।
পরে রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, ১৫ নভেম্বর রেলওয়ের জন্য ঐতিহাসিক দিন। ১৮৬২ সালের এই দিনে ব্রিটিশ সরকার এ অঞ্চলে ট্রেন চালু করেছিল।
বিএসডি/এফএ