নিজস্ব প্রতিবেদক:
‘পুলিশ বাহিনীতে নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে দক্ষ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। সরকারের সিদ্ধান্তে এ নিয়োগে কোনো দালালি ও অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না। সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও এই নিয়োগে কঠোরভাবে নিয়মনীতি পালন করা হবে।’
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বের) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
প্রার্থীদের পিটির জন্য নির্ধারিত ইভেন্টের মধ্যে রয়েছে- দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং। এসবের নিয়মকানুন সম্পর্কে এবং পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক একটি ভিডিও প্রস্তুত করা হয়েছে। এ ভিডিওটি পুলিশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এ নতুন নিয়মে কিশোরগঞ্জে ৬১ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে ৫২ জন পুরুষ ৯ জন নারী।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিএসডি/আইপি