প্রযুক্তি ডেস্ক:
আগস্টে পিক্সেল সিরিজের একটি স্মার্টফোন (পিক্সেল-৪এ) বাজারে ছেড়েছে গুগল। তখন আরও দুটি স্মার্টফোন দ্রুততার সঙ্গে বাজারে আনবে বলে ঘোষণা দেয় তারা। ওই ঘোষণার পর থেকে অনেকে গুগলের নতুন ফোনের অপেক্ষায় আছেন।
বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ বলছে, পিক্সেল সিরিজের নতুন দুটি স্মার্টফোন পিক্সেল-৫ এবং পিক্সেল-৪এ এর ফাইভজি ভার্সনটি ২৫ সেপ্টেম্বর বাজারে ছাড়তে পারে গুগল। তবে এগুলো বিশ্বজুড়ে একযোগে ছাড়া হবে কিনা তা বলা যাচ্ছে না।
এদিকে ভোডাফোন জার্মানির একটি গোপন নথি থেকে জানা যায়, গুগল পিক্সেল ফাইভ এবং পিক্সেল-৪এ এর ফাইভজি ভার্সনটি ২৫ সেপ্টেম্বর থেকে জার্মানির বাজারে পাওয়া যাবে। ফাঁস হওয়া নথির তথ্যানুযায়ী, পিক্সেল ফাইভ কালো ও সবুজ রঙে পাওয়া যাবে। অন্যদিকে পিক্সেল-৪এ এর ফাইভজি ভার্সনটি পাওয়া যাবে শুধুই কালো রঙে।
নতুন গুগল পিক্সেল ফাইভের দাম হতে পারে ৬৩০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬৩ হাজার টাকার কিছু বেশি)। আর পিক্সেল-৪এ এর ফাইভজি ভার্সনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। গুগলের এই নতুন দুটি স্মার্টফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। তবে এগুলোতে ফেস আনলক ফিচার থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
বিএসডি/আইপি