নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দুটি বগি জোড়া দিতে গিয়ে আলাল উদ্দিন (৪৭) নামে এক কর্মচারীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে কর্মচারী আমিনুল ইসলাম বলেন, বগি সংযুক্ত করতে গিয়ে আলাল উদ্দিন দুই বগির মাঝে পড়ে কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ডাক্তার জানায় তিনি মারা গেছেন। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমাদের ধারণা শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
মৃত আলাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কমলাপুর থেকে আহত অবস্থায় রেলওয়ে কর্মচারীকে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেলওয়ের কর্মচারী আমিনুল ইসলাম আমাদের জানান, রেলের বগি সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনে আলালের একটি পা কাটা পড়ে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।
বিএসডি/এসএ