নিজস্ব প্রতিনিধি,
দেশে করোনাভাইরাসের সংক্রমণে অপেক্ষাকৃত কম বয়সীদের মৃত্যু বাড়ছে। গত জুন মাস থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে। দেশে ১ জুন থেকে ১৯ জুলাই (গতকাল সোমবার) পর্যন্ত ৩৯ দিনে যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের ২৩ দশমিক ৮১ শতাংশের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে। এর আগের দেড় মাসের হিসাবে এটি ছিল ১৭ দশমিক ৬৪ শতাংশ।ৎকরোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেশি বয়সী, বিশেষ করে ষাটোর্ধ্ব ব্যক্তিদের মৃত্যু বেশি হচ্ছে। এখনো ওই বয়সীদের মৃত্যু বেশি। তবে ক্রমে কম বয়সী মানুষের মৃত্যু বেড়ে চলেছে।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের কথা জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। আর সংক্রমণের ৪৯৯তম দিনে (গতকাল) এসে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃত্যু ১৮ হাজার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ এক হাজার মৃত্যু হয়েছে মাত্র পাঁচ দিনের ব্যবধানে। বয়সের দিক থেকে গতকাল পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৫ দশমিক ৩৮ শতাংশের বয়স ষাটের বেশি। আর ২১-৫০ বছর বয়সী ১৯ দশমিক ৭১ শতাংশ। এর আগে গত ১ জুন পর্যন্ত মোট মৃত্যুতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের হিস্যা আরও বড় ছিল। সেদিন পর্যন্ত মোট মৃত্যুর ৫৬ দশমিক ৮৮ শতাংশের বয়স ছিল ষাটের ওপরে। আর ২১-৫০ বছর বয়সী ছিল ১৭ দশমিক ৯৩ শতাংশ।